Tuesday, February 21, 2017

অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনতে পারে স্ন্যাপচ্যাট


স্পেক্টাকলস’ নামের স্মার্টসানগ্লাস বাজারে এনে চমক দিয়েছে ফটো শেয়ার অ্যাপ্লিকেশন নির্মাতা স্ন্যাপচ্যাট। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। প্রযুক্তি-বিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইটে সম্প্রতি স্ন্যাপচ্যাটের নতুন উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্ন্যাপচ্যাটের সাম্প্রতিক কিছু পদক্ষেপ দেখে নতুন স্মার্টফোন সম্পর্কে ধারণা করা যায়।Facebook
এ বছরের শুরুতে আইপিও ছাড়ার মাধ্যমে স্ন্যাপচ্যাট ইনকরপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে। স্ন্যাপচ্যাট অ্যাপেও বেশ কিছু পরিবর্তন এসেছে।
ধারণা করা হচ্ছে, স্ন্যাপচ্যাটের স্মার্টফোনে স্ন্যাপচ্যাট ক্যামেরা ফিচারের আরও বেশি নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকবে। এ-সংক্রান্ত একটি ধারণামূলক হ্যান্ডসেটের তথ্যও ফাঁস হয়েছে। এতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও বাটন দেখা গেছে।Blogger
স্ন্যাপচ্যাটের স্মার্টফোনে একটি লক স্ক্রিন থাকতে পারে, যা ব্যবহারকারীকে সহজে স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন, হালনাগাদ, বার্তা ও চশমার সঙ্গে সিনক্রোনাইজের সুবিধা দিতে পারবে। এতে ডিসকভার স্ক্রিন থাকতে পারে, যাতে জিপিএস ও ম্যাপ, স্ন্যাপচ্যাট স্টোরিজ ও বিজ্ঞাপন সংযুক্ত থাকবে। তথ্যসূত্র: আইএএনএস।

হোয়াটসঅ্যাপে বাংলা

হোয়াটসঅ্যাপের জন্য বিশেষ ডেটা প্যাক চালু করেছে মুঠোফোনে নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার। এক দিনের জন্য ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডেটা প্যাক কিনতে মুঠোফোনে গ্রাহকদের *১২১*৩০৬৩# নম্বর ডায়াল করতে হবে। আর বাংলায় বার্তা আদান-প্রদানের জন্য অ্যাপটির সেটিংস মেন্যু থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করে দিতে হবে।Blogger
বিজ্ঞপ্তি

লুকিয়ে আছে উইন্ডোজ দশে

প্রিন্ট টু পিডিএফ
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেেমে অন্য কোনো প্লাগ-ইন ছাড়াই সরাসরি পিডিএফ ফরম্যাটে যেকোনো নথি সংরক্ষণ করা যায়।Blogger
উইন্ডোজ হালনাগাদের সময় পরিবর্তন
হালনাগাদ ইনস্টলের জন্য রিস্টার্ট করার সময় বদলে দেওয়া যাবে উইন্ডোজ ১০-এ। এ জন্য StartSettingsUpdates & Recovery Windows Update-এ গিয়ে সেটিং বদলে দিতে হবে।
এক্সবক্স স্ট্রিমিংFacebook
এই সুবিধার মাধ্যমে এক্সবক্স ওয়ানের গেম সরাসরি কম্পিউটারে সম্প্রচার করা যাবে।
স্টোরেজ সেন্স
বিভিন্ন ধরনের কনটেন্ট হার্ডডিস্ক ড্রাইভের কতটুকু জায়গা দখল করে রেখেছে তা দেখাবে এবং প্রয়োজনমাফিক সমাধানের পথ বাতলে দেবে।
পরিবর্তনযোগ্য স্টার্ট মেন্যু
আইকনগুলোর মাঝের ফাঁকা জায়গায় মাউস কারসর নিয়ে গেলে পরিবর্তনের অপশন দেখাবে। এরপর নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে।
গেম ও অ্যাপের ভিডিও রেকর্ডিং
গেম ডিভিআর সুবিধা ব্যবহার করে পর্দায় চলা গেম ও অ্যাপের ভিডিও ধারণ করা যাবে।
সূত্র: ইজইউএস